গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
মুজিব বর্ষ উপলক্ষে পুলিশের দেয়া ঘর পেয়ে খুশি গাইবান্ধার সাঘাটা উপজেলা হাসিলকান্দি এলাকায় অন্যের বাড়িত বসবাস করে আসা বিধবা জমিরন। নিস্ব ঘর-বাড়িজায়গা জমি না থাকায় দীর্ঘ দিন ধরে ওয়াপদা বাঁধে অন্যের ঘরে বসবাস করে আসছিলো জমিরন ।এদিকে
মুজিববর্ষ উপলক্ষে সারা বাংলাদেশের ৬১৩টি থানার ৬১৩টি গৃহহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে একটি করে গৃহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে পুলিশ।
তারই অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশ জমিবনের জন্য একটি ঘর নিমার্ণ প্রকল্প গ্রহণ করে।নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল কাল সারা দেশে পুলিশের নির্মিত ঘর গুলো অসহায় তালিকা ভুক্তদের জন্য উদ্বোধন করলে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান ঘরের চাবি জমিরনের কাছে হস্তান্তর করেন।রোববার এ চাবি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন
সাঘাটা থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রজ্জব আলী, এস আই জোবায়দুর রহমান, সাঘাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহের প্রমূখ।জমিরন ঘর বুঝে পাওয়ার পর তার অনুভুতি প্রকাশ করে বলেন, একটি ঘরের জন্য অনেক লোকের কাছে গিয়েছি কোন কাজ হয়নি। অব শেষে দর্ীঘ দিনে পরে হলেও একটি স্থায়ী
ঠিকানা পেলাম।জীবনের বাকী সময় ঘরের জন্য কোন চিন্তা থাকলো না। গিয়াস উদ্দীন বুলবুল,সাঘাটা, গাইবান্ধা