গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধার সাদুল্যাপুরে ২০০০ সালে ৩ নং দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা ঘাঘট নদীর উপর একটি ফুড ব্রিজ ও সংযোগসড়ক নির্মান করা হয়। নির্মানকালে নদীর গতিপথ যে দিকে ছিলো সেদিক থেকে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বর্তমানে উত্তর দিকে পরিবর্তন হওয়ায় সংযোগ সড়ক এবং ব্রিজটি সম্পূর্ণরুপে হুমকির মুখে পড়েছে।
এই ব্রিজ ও সংযোগ সড়কের উপরদিয়ে ৪টি ইউনিয়নের প্রায় ৮০ হাজার লোকজন চলাচল সহ যানবাহন চলাচল করে।বর্তমানে এ ৪ টি ইউনিয়নের ৮০ হাজার জনগণ উপজেলার মেইন শহরে যাওয়ার জন্য সামান্য ২ কিলোমিটার রাস্তার বিপরীতে ১২ কিলোমিটার রাস্তা ঘুরে দামোদরপুর ইউনিয়নের কান্তানগর হয়ে চলাচল করতে হচ্ছে।
খানাখন্দে ও নদী গর্ভে বিলিন হওয়া সড়কটি সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থা হওয়ায় যানবাহন নিয়ে চলাফেরা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণের। এলাকাবাসীর দাবী উপজেলার মূল সড়কের সঙ্গে তাদের ইউনিয়নের সংযোগকারি সড়কটি সংস্কার করে তাদের চলাচলের সুব্যবস্থা স্থানীয় কর্তৃপক্ষ অতি শিগগিরিই গ্রহণ করবে এবং তাদের এই দুর্ভোগ থেকে রক্ষা করবে।