গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পাশে সোনাকর নতুন বাজার সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত (২৫)এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার ৭ জুন বেলা ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ট্রান্সফারমার চুরি করতে এসে তার মৃত্যু হয়েছে। স্থানিয়রা কেউ তার মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেন নি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানিয়রা বিদ্যুতের খুটির নিচে এক যুবকের লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।ওই যুবকের কাছে একটি প্লাস ও একটি স্ক্রু-ডাইভার পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের ট্রান্সফারমার চুরি করতে এসে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহামদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।