গাজীপুর জেলা প্রতিনিধিঃ
ময়লা ড্রেন থেকে উঠানো হয়েছে । সে ময়লা অর্ধেক আবার ড্রেনেই যাচ্ছে । কিছু ময়লা মানুষের পায়ে পায়ে তাদের বাড়ি ঘুরে আসছে । সামনে ঈদ তার আগে দুর্গন্ধের একটা আভা দিয়ে যেন বরণ করে নেয়া !
মাওনা চৌরাস্তার এ ময়লাগুলোর গন্ধে এখানে দাঁড়ানোও কঠিন ! যেকোনো ময়লা ফেলে রাখলেই তাতে গন্ধ হয় কারণ সেখানে এনারবিক ব্যাকটেরিয়ার জন্ম হতে থাকে ।
মাটির সংস্পর্শেও বিভিন্ন ধরণের ব্যাকটেরিয়া জন্ম নিয়ে থাকে । তার অনেকগুলোই ক্ষতিকর । ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে, অক্সিজেন কমে জায়গাটি হয়ে উঠতে পারে রোগীর মৃত্যুর কারণও !
পাশেই ইফতারি বিক্রি হয়, পুলিশ ফারি আছে, বড় বড় নেতার গাড়িও দেখি দাঁড়িয়ে থাকে ।
প্রশাসনের এমন কেউ নেই যে এখান দিয়ে যান না !
এভাবে ময়লা ফেলে রাখা স্পষ্ট অনিয়ম, সাধারণ মানুষের সাথে এক প্রকার অবহেলার বহিঃপ্রকাশ !
পৌরসভা কর্তৃপক্ষের উচিৎ ময়লাগুলো অপসারণ করে রাস্তাটি মানুষদের জন্য চলাচলের ব্যবস্থা করা । এর জন্য যানজটও বাড়ছে । সব কিছু মিলিয়ে বিষয়টি সত্যিই খুব অস্বস্তিকর ও ভালো না থাকার উজ্জল একটি দৃষ্টান্ত ।
ছবিগুলো প্রিয় সংবাদকর্মী চঞ্চল খানের প্রোফাইল থেকে নেয়া।