গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ১৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। শনিবার (১৮ জুন) দুপুরে শ্রীপুর পৌরসভার বাঘমারা (জান্নাতুল আতফাল মাদ্রাসা সংলগ্ন) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডর মেজর এএসএম মাঈদুল ইসলাম শনিবার সন্ধ্যায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো শ্রীপুর পৌরসভার বাঘমারা এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মিন্টু মিয়া (৩৭) এবং কিশোরগঞ্জ সদর থানা এলাকার সুখি নীলগঞ্জ গ্রামের বাদল চৌধুরীর ছেলে আকরাম চৌধুরী (২৪)। এসময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত কালো রঙ্গের একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়। র্যাব পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জি এম মাজহারুল ইসলাম জানান, গোপন সূত্রে জানতে পারেন কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ফেন্সিডিলের একটি বড় চালান গাজীপুরের দিকে আসছে। উক্ত সংবাদ পেয়ে র্যাব সদস্যরা শ্রীপুর পৌরসভার বাঘমারা জান্নাতুল আতফাল মাদ্রাসা সংলগ্ন (কে এম সুপার মার্কেটের) সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। এসময় কালো রঙ্গের অ্যাপাচি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করার সময় র্যাব সদস্যরা মোটরসাইকেলটি সনাক্ত করে গতিরোধ করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জব্দকৃত মোটর সাইকেল দিয়ে অভিনব পদ্ধতিতে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বহন করার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।