গাজীপুর জেলা প্রতিনিধি :সেনাবাহিনী এবং ভূয়া RAB পরিচয় দিয়ে কিছুদিন পূর্বে ভিকটিম অটোরিক্সা চালক মোঃ সাইফুল ইসলাম (২০)কে অটোরিক্সসহ জয়দেবপুর থানাধীন ভাওয়াল মির্জাপুর বাজার নিয়ে যায়।সেখানে ভিকটিমকে প্রতারণা করিয়া চেতনা নাশক দ্রব্য খাওয়াইয়া অটো রিক্সাটি চুরি করিয়া নিয়ে যায়।
সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলের পাশে থাকা পাশে থাকা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এবং স্থানীয় জনতার সহায়তায় জয়দেবপুর থানাধীন নয়নপুর সাকিনস্থ রাজেন্দ্রপুর সেনানিবাস,গাজীপুরএর হল মার্কেটে হইতে ইং ৩১-০৫-২০২৩ তারিখ ১।মোঃ রাজু মিয়া (৫১)পিতা- মৃত রহিম উদ্দিন,গ্রাম-সুল্লিপাড়া,থানা- পীরগাছা জেলা-রংপুর,বর্তমান গ্রাম-সারদাগঞ্জ(মোঃ হোসেন খানের বাড়ির ভাড়াটিয়া)থানা-কাশিমপুর জিএমপি,গাজীপুর২।মোঃসোহেল (৩১)পিতা-মৃত নজরুল ইসলাম গ্রাম-বদরগঞ্জ(থানাপাড়া),থানা-বদরগঞ্জ,জেলা-রংপুর বর্তমান গ্রাম-বাসন সড়ক (হাজী মোঃ ইকবাল হোসেনের বাড়ি ভাড়াটিয়া)থানা-বাসন,জিএমপি,গাজীপুর দ্বয়কে আটক করে।তাহাদের নিকট হইতে সেনাবাহিনীর ভুূয়া পরিচয় পত্র ও চেতনানাশক দ্রব্য পাওয়া যায়।এ সংক্রান্তে ভিকটিমের মা রাশিদা বেগম লিখিত অভিযোগের ভিত্তিতে অত্র থানায় নিয়মিত মামলা রুজু হয়।
আসামিদ্বয় কে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।