গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ৩১ মার্চ রোজ শুক্রবার শহরের রাজবাড়ী রোডস্থ প্রকৌশলী ভবনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি- লায়ন মোঃ গনি মিয়া বাবুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মোঃ মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল,চেয়ারম্যান আরএসবি গ্রুপ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ল’ কলেজের অধ্যাপক- এড. দেওয়ান আবুল কাশেম।গাজীপুর জজ কোর্টের এপিপি হাজী এড. আতাউর রহমান আকাশ। নিরাপদ সড়ক চাই,গাজীপুর জেলা শাখার সভাপতি- অধ্যাপক ডা. মোঃ লোকমান হোসেন।মো. জাকির হোসেন বিশিষ্ট সমাজ সেবক ও কাউন্সিলর পদপ্রার্থী ২৬ নং ওয়ার্ড।আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য সহ আমন্ত্রিত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি- আবুল বাশার পলাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. এ. ফরিদ। স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সভাপতি- তারেক রহমান জাহাঙ্গীর,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভূইয়া বাড়ি জামে মসজিদের সাবেক ইমাম আব্দুল জব্বার, এ সময়ে বক্তারা মাহে রমজানের তাৎপর্যায়ের উপরে বক্তব্য রাখেন এবং সকল প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।