স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উপকন্ঠে আষাড়িয়াদহ ইউপি চর এলাকার এক কৃষকের ১ বিঘা জমিজমা নিয়ে অনেক দিন দ্বন্দ কলাহলের একপর্যয় ১ বিঘা জমির কলার বাগানের কলা গাছ কর্তন ও সরেজমিনে গিয়ে এলাবাসির কাছে জানাজায় বিভিন্ন সূত্রে জানা যায়, উভয় পক্ষের চর ৯ আষাড়িয়াদহ ইউপির ৩ ওয়াড় গ্রামঃ দিয়ার মানিকচক অনেকদিন যাবত তাদের মধ্যে জমি কেন্দ্র করে অনেক যাবত বিরোধ ছিল ।
এসময় কৃষক মোঃ সাইদুর রহমান জানান আমার দিয়ার মানিকচক মৌজায় জেএল নং-৩০৭এবং দাগ নং ১১৭৯ মূল্যে ১.০৪ জমি আছে । উক্ত সম্পত্তি আমি প্রায় ৪০ বছর ধরে ভোগ দখল করে আসতেছি আমি উল্লেখিত জমিতে বিভিন্ন মৌসুমে কলা, বেগুন, মরিচ চাষাবাদ করি থাকি ।
অত্র এলাকার (১) মোঃ সোহোরুল্লাহ (২) মোঃ বাবু শেখ উভয় পিতা-মৃত ইবনে সাঈদ হঠাৎ করে আমার জমির সমস্ত কলাগাছ মরিচ ও বেগুন গাছ কেটে ফেলে বলে এটা আমাদের সম্পত্তি তাই আমরা কেটে ফেলেছি । তাদের সহযোগী (৩) মোঃ রুমেল পিতাঃ মোঃ হাসিবুর রহমান(৪)মোঃমালেক ও মোহাম্মদ খালেদ পিতা বাবু শেখ ঘটনাস্থলে গিয়ে জানা যায় মোঃ সোহোরুল্লাহ জানাই এই সম্পত্তি আমার তাই আমি সমস্ত সম্পত্তির গাছ কেটে ফেলেছে সে নিজে স্বীকার করেন । কিন্তু এলাকায মানুষকে জিজ্ঞাসা করলে।
জানাযায় মোঃ সাইদুর রহমান এর সম্পত্তি বহু বছর ধরে কৃষি আবাদ করে খায় এটা সাইদুর রহমানের সম্পত্তি।
এ বিষয়ে প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্র মোঃ সাইদুর রহমান একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে প্রেমতলি তদন্ত অফিসার ইনচার্জ কে ফোন করা হলে তিনি বলেন । একটি অভিযোগ দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে বিষয়টি সত্যতা পাওয়া যাবে।