রিপোর্টারঃ আজ রবিবার বেলা ১২টার সময় রাজশাহী জেলা গোদাগাড়ী থানার রাজাবাড়ি হাটে তেলের দাম বেশির কারনে দুইজনকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। আজ রাজাবাড়িতে তিনটি দোকানে তেলের দাম বেশিদামে বিক্রির কারনে মামুন স্টোরকে তেলের দাম বেশি দামে বিক্রি এবং বেশি দামে ক্রয় করার সিলিপ দেখানোর কারনে মামুন স্টোরের মালিক এবং রাজাবাড়ির সবচাইতে বড়ো দোকানদার মামুনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।পিয়ারুল হাজিকে তেল বেশি দামে বিক্রি ও বেশি দামে ক্রয় করার জন্যে এবং অনেক কথা কাটাকাটি করার জন্যে ৫০ হাজার টাকা।লালু হাজির দোকানে সব ঠিকঠাক থাকার কারনে কোন রকম জরিমানা করেননি এবং তিনি জেনো বেশি দামে তেল ক্রয়, বিক্রয় না করেন সে বিষয়ে তাকে সতর্ক করে দেন। এ অভিজানে আরও অনেক দোকানদারকে সরকার নির্ধারিত মুল্য ১৪৩ টাকা দামে তেল বিক্রি করতে বলেন।