রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ মশার কয়েল কারখানা ও ফিলিং স্টেশনে তৈলের পরিমান কম দেয়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে বুধবার (২৬ অক্টোবর) ১,৩০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, অবৈধভাবে মানচিহ্ন ব্যাবহার করার অপরাধে ফারকো কেমিক্যাল (ব্রান্ড-ফারকো), দিঘীরহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাকে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ (১) ধারায় ১,০০,০০০/- ( এক লক্ষ) টাকা জরিমানা ও আনুমানিক ২০০ কার্টুন মশার কয়েল ধবংস করা হয়।
এছাড়া মৌসুমি ফিলিং স্টেশন, দিনাজপুর রোড, গোবিন্দগঞ্জ, গাইবান্ধার প্রতি ১০ লিটার পেট্রোল ইউনিটে পরিমাপে ৯০ মিলি কম প্রদান করার অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
এ নিয়ে মোট ১,৩০,০০০/- জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভুমি), গোবিন্দগঞ্জ জনাব এস এম আব্দুল্লাহ- বিন- শফিক।
প্রসিকিউটর ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব মোঃ আলমাস মিয়া, পরিদর্শক ( মেট), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের প্রসিকিউটর জনাব মোঃ দেলোয়ার হোসেন,।