স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর পৌর সভার বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের টিনের চাল ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে।১৬ মে রাতে কালবৈশাখী ঝড়ে স্কুলের চাল উড়ে যায়।
জানা গেছে, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ১৯৯৬ খ্রিষ্টাব্দে স্কুলটি স্থাপিত হয়। ঘরে স্কুলের কার্যক্রম ভালোই চলছিল। বর্তমানে এ বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ৫১০ জন শিক্ষার্থীকে পাঠদান করান।
স্থানীয়রা জানান, ১৬ মে রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে টিন-শেড ঘরের চাল উড়ে গেছে। এতে বেশ কয়েকটি শ্রেণিকক্ষের টিনের চালা উড়ে যাওয়ায়় পাঠদানের পরিবেশ একেবারে নষ্ট হয়ে যায়।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের টিন-শেডের তৈরি ঘরের চালা নেই। টিনের চালা ও বেড়ার অংশ পাশের ফাঁকা জায়গায় পড়ে় আছে।
স্কুলের শিক্ষার্থীরা বলেন দ্রুত বিদ্যালয়ের চাল ঠিক না করা হলে খোলা আকাশের নিচে ক্লাস করতে সমস্যার সৃষ্টি হবে।
গ্রামের বাসিন্দা ও এক শিক্ষার্থী অভিভাবক বলেন, গ্রামের মানুষের সহযোগিতায় গড়ে উঠা বিদ্যালয়ে ছোট ছেলেমেয়েরা লেখাপড়া করতো। কিন্ত ঝড়ে় ঘর ভেঙে গেছে। গ্রামের বেশিরভাগ মানুষই অস্বচ্ছল বলে অল্প সময়ের মধ্যে বিদ্যালয় মেরামতের টাকাও জোগাড় করা সম্ভব নয়।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ঝড়ে বিদ্যালয়ের চালা উড়ে যাওয়ার পরেই আমরা বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।তারা ঝড়ে উড়ে যাওয়ার ঘরগুলো মেরামতের দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।