মোঃ জালাল উদ্দীন নিজস্ব প্রতিবেদক:-ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের অন্যান্য এলাকার মতো মৌলভীবাজারেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
সোমবার ২৪ অক্টোবর ২০২২ইং ভোর থেকে বৈরী আবহাওয়া বিরাজ করলেও জনজীবন স্বাভাবিক রয়েছে।
এদিকে টানা বৃষ্টি কারণে খেটে খাওয়া মানুষ ঘরবন্দী সময় পার করছেন। ব্যবসা-বাণিজ্যে, নেই কোন কাস্টমার। দৈনিক শ্রমিকরা বিপাকে পড়েছেন। কাজে যেতে পারেননি তারা। এছাড়া অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর অপেক্ষায় আছেন কখন বৃষ্টি থামবে।
পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সত্যেন্দ্র চন্দ্র বৈদ্য জানান, পুরো সিলেট বিভাগে ভোর থেকে গড়ে ১০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বৃষ্টিতে জনজীবন অচল হয়ে পড়েছে।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ চাঁদু মিয়া বলেন, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টিপাত শুরু হলেও মৌলভীবাজারে তেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামসুদ্দিন আহমেদ বলেন, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আমন ফসলের ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। বিশেষ করে অতিরিক্ত বাতাস হলে ধান নুয়ে পড়ে ফলন ঘাটতি দেখা দিতে পারে।