স্টাফ রিপোর্টারঃ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারশন দল অদ্য ২৩ মার্চ ২০২২ ইং তারিখ ২২৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সানাপুর গ্রামস্ত জৈনক মোঃ সিরাজুল ইসলাম (৫০), পিতা-মৃত সাইফুদ্দিন, সাং-পিরাজপুর এর আমবাগানর দক্ষিণ দিকে পিরাজপুর মোড় হইতে বারিক বাজার গামী পাকা রাস্তার উপর হতে মেজর হাসান মাহমুদ, কাম্পানী অধিনায়ক লে কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কাম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরাধী অভিযান পরিচালনা করে (ক) ফন্সিডিল-৯১ (একানবই) বোতল (খ) মোবাইল ফোন-০১ একটি, (গ) সীমকার্ড-০২(দুই)টি এবং (ঘ) ফন্সিডিল বহনকারী ব্যাগ- ০১(এক)টিসহ আসামী ১। মোঃ আব্দুল হালিম (২১), পিতা-নুরুল ইসলাম, মাতা-মোছাঃ হরিনা বেগম, সাং-সানাপুর, ইউপি-শাহাবাজপুর (০২নং ওয়ার্ড), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদ সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দশ্য তার নিজ হেফাজতে রেখে মর্মৈ সাক্ষীদর সম্মুখে অকপটে স্বীকার করে।
উল্লিখিত জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফন্সিডিল অবৈধভাবে সংগ্রহ কর বিক্রয়র উদ্দশ্য সে নিজ হেফাজতে রেখে যুব সমাজক বিপথগামী করছে।
উপরাক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।