মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ. চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে আগুনে পুড়ে ৯টি মুদি দোকান ও কসমেটিক দোকান ভষ্মিভূত হয়েছে। সোমবার রাত পৌণে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌণে ১২টার দিকে হঠাৎ শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনে একটি দোকান থেকে আগুনের সূক্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ দোকানীরা। তাদের প্রাথমিক ধারণা- বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সম্পুন ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।