হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ র্যাব-৯, (সিপিসি-১) শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। র্যাব-৯ এর কাছ তথ্য ছিল যে, একটি চতুর মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা কৌশলে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। র্যাব উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানতে পারে যে, রাতের যে কোন সময় গাঁজার একটি বিশাল চালান চুনারুঘাট এলাকায় ক্রয়-বিক্রয় হবে।
রবিবার (০৬ মার্চ) রাত আনুমানিক ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৩নং দেওরগাছ ইউনিয়নের শ্রম অধিদপ্তর, শ্রম কল্যাণ কেন্দ্র অফিসের সম্মুখে আমু-চন্ডিছড়া পাঁকা রাস্তার উপর হতে ৫৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ আকতার হোসেন (২৬), পিতা- মোঃ মুসলিম মিয়া, সাং- মধ্যডুলনা, মোঃ আশ্রব আলী (২৬), পিতা- মোঃ কনু মিয়া, সাং- হাপ্টার হাওড়, উভয় থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাছাড়া তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।