আজহারুল ইসলাম সাদী স্টাফ রিপোর্টার:-আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা’র দেবহাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১ টার সময় লাইট হাউজ কমিউনিটি সেন্টারে দেবহাটা উপজেলা পরিষদ ও উপজেলার আওতাধীন ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র ও আ.হ.ম তারেক উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ বাবলু, দফতর সম্পাদক হারুন অর রশিদ, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা পরিষদের সাবেক সদস্য ও ৪ নং ওয়ার্ডের প্রার্থী আল ফেরদাউস আলফা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র প্রমুখ।
এসময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জেলা পরিষদের ভোটাররা উপস্থিত ছিলেন।