সাভারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আসর – ৩ এ জয়ের ধারা অব্যাহত রেখেছে রাজাশন স্পোটিং ক্লাব । পর পর দুই খেলায় জয়লাভ ও একটি খেলায় ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি ।
টুর্নামেন্টের ৩য় ম্যাচে ৩ রা সেপ্টেম্বর সোমবার বিকেলে দলটি আকাশ স্পোটিং ক্লাবকে ৫ – ১ গোলের বিশাল ব্যাবধানে পরাজিত করে । দলের পক্ষে মোঃ আলী একাই চারটি গোল করেন অপর গোলটি করেন ফাহিম । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজাশন স্পোটিং ক্লাবের মোঃ আলী । মোঃ জজ মিয়া সেরা খেলোয়াড় কে মেডেল পরিয়ে দেন ।