ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি,শারমিন আরা: ঝিনাইদহের তিনটি ইউনিয়নে গনসংযোগ পথসভা করেছেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
গণজোয়ার আর মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।
দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান বাজার, কুমড়াবাড়িয়া বাজারে হাজার হাজার জনতার ভীড়।
বিকালে গান্না ইউনিয়নেও একই অবস্থা। সন্ধ্যায় পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাসকে সঙ্গে নিয়ে স্থানীয় ভোটারদের সাথে কথা বলেন।
এ গনসংযোগের সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ,
পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, কুমড়াবাড়িয়ার সাবেক চেয়ারম্যান শামছুল হক, গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, সুরাটের সাবেক চেয়ারম্যান কবির হোসেন জোয়ারদার, ইউপি সদস্য ওয়াসিম মন্ডল, মাহফুজুর রহমান মাহফুজ, বিল্লাল হোসেন, হাসেম আলী ও মলয় কুমার প্রমুখ। গনসংযোগের সময় পাড়া মহল্লা থেকে নারী পুরুষরা ছুটে আসেন নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সঙ্গে সাক্ষাত করতে। পরে তিনি নিজেই মানুষের বাড়ি বাড়ি ঈগল প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় বাধভাঙ্গা জনগণ প্রতিশ্রুতি দিয়েছেন তারাও নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল মার্কাং ভোট দিবেন।