মোঃ বনি স্টাফ রিপোর্টারঃ
সঠিক পুষ্টিতে সুস্থ জীবন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে আজ ২৪ শে এপ্রিল (রবিবার) সকালে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ – ২০২২ উদ্ যাপিত হয়েছে। হরিনাকুন্ডু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদের একান্ত সহকারী রোকনুজ্জামান রোকনসহ হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ। এসময় বিশেষ অতিথি হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাইফুল ইসলাম বলেন, দেশের মধ্যে প্রায় বাল্যবিবাহ হচ্ছে। আর এই বাল্যবিবাহের ফলে অপ্রাপ্ত বয়সে মেয়েরা গর্ভবতী হচ্ছে এবং বিভিন্ন অপুষ্টি জনিত রোগে ভুগছে ও অপুষ্ট সন্তান প্রসব করছে। সে পরিপূর্ণ সুস্থ জীবন উপভোগ করতে পারছেনা। তাই আমাদের সবাইকে সতর্ক থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে হবে এবং বেশি বেশি পুষ্টি কর খাবার খেতে হবে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ জামিনুর রশিদ বলেন, এখন আমাদের দেশে পুষ্টি জনিত সমস্যা প্রায় দেখা যায়, এর প্রধান কারন আমরা পুষ্টি জাতীয় খাদ্য থেকে দুরে থাকছি। পুষ্টি জাতীয় খাদ্য উৎপাদন করতে আমরা পিছিয়ে আছি। পুষ্টিকর খাদ্য সম্পর্কে আমাদের জ্ঞান কম। তাই আমাদের শরীর ভালো রাখতে বেশী বেশী করে পুষ্টিকর খাবার খেতে হবে। প্রতিদিন খাবারের ম্যানুতে বিভিন্ন প্রকার ফলমূল রাখতে হবে। অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা বলেন, আমাদের স্কুলের পাঠ্যবইতে পড়ানো জন্য পুষ্টি বিষয়ে যে অধ্যায় আছে সেটি খুব ভালো করে জেনে বুঝে পড়তে হবে এবং পুষ্টি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। এদিকে অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকম পুষ্টিকর খাদ্য বিতরন করা হয়।