স্টাফ রিপোর্টারঃ
ভোলার তজুমদ্দিনে জটিল রোগের চিকিৎসা সহায়তায় ১৫ জন রোগীর মাঝে সাড়ে সাত লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের অধীনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা প্রদান কর্মসূূচির আওতায় এই অর্থের চেক প্রদান করা হয়।
মঙ্গলবার ( ২৬ এপ্রিল) দুপুরে ‘শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়।
উপজেলা সমাজ সেবা অফিসার সিদ্দিকুর রহমান জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহায়তায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আমিন মহাজন, ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।