বিশেষ প্রতিনিধি সিলেটঃ ছাতকে সাব -রেজিস্ট্রার ফখরুল ইসলাম ও অফিসের প্রধান সহকারী আব্দুর রহিমকে
তার কার্যালয়ে টুকে সরকার দলীয় এক নেতা ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি কাজে বাধা ও দলিল লেখকদের লাঞ্চিত করে হত্যার হুমকি দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগের নেতা ও ছাতক পৌর মেয়রের বড় ভাই কামাল চৌধুরী।
আ`লীগের নেতা ও দলিল লেখকদের দ্বন্দ্বে বেকায়দায় সেবাগ্রহীতারা। এ ঘটনার মুলহোতাকে দৃষ্টান্তমুলক শান্তির দেয়ার প্রতিবাদে তিন দিন ধরে কলম বিরতি পালন করছেন দলিল লেখকরা। সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম ফলে মুখ থুবড়ে পড়েছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন দলিল তৈরি করতে আসা মানুষ। তবে দলিল লেখকদের কর্মবিরতির কারণে হতাশ হয়ে ফিরে যেতে হয় ত্রেুতা বিত্রেুতারা। দলিল তৈরি করতে আসা আরও অনেককেই পড়তে হয় ভোগান্তিতে। সেবাগ্রহীতারা অভিযোগ করেন, পৈত্রিক সম্পত্তি রেজিষ্ট্রি করতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। তারা এ ঘটনার সুষ্ট সমাধান চায়।
জানাযায় গত ৭ ফেব্রুয়ারি কামাল চৌধুরী প্রথমে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসে সাব রেজিস্ট্রার ও অফিস সহকারীকে লাঞ্চিত করেন। বিষয়টি ধামাচাপা দিতে পরে তিনি জেলা রেজিস্ট্রারের কাছে ছাতক অফিসে বিভিন্ন দুর্নীতি হচ্ছে মৌখিকভাবে এমন অভিযোগ দেন। তার মৌখিক এ অভিযোগের কারণে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি জেলা রেজিস্ট্রার মফিজুর রহমান ছাতক অফিসে এসে তদন্ত শুরু করেন। এ ঘটনার বিরোধে জের ধরে গত সোমবার বিকালে আবারও অফিসে আসেন আওয়ামীলীগ নেতা কামাল চৌধুরী। তিনি সাব-রেজিস্ট্রারের খাস কামরায় বসেই দলিল লিখকদেরকে নানা খারাপ ভাষায় গালা-গালি করতে থাকে। এক পর্যায়ে ২/৩ জন দলিল লেখককে লাঞ্চিত করেছেন বলে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সাব রেজিষ্টার অফিসে টুকে অযথা
হয়রানি,লাঞ্চিত,হুমকিদাতাকে শান্তির দাবিতে দুই দিন ধরে শতাধিক দলিল লেখকরা
কলম বিরতি পালন করছেন সাব রেজিষ্টার অফিসে সামনে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার সাব রেজিষ্টার অফিসে সামনে দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাসের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সাবেক চেয়ারম্যান শাহাজুল ইসলাম, দলিল লিখক সমিতির সদস্য রঞ্জিত কুমার দাস, খুরশিদ মিয়া,শফিকুল ইসলাম, আব্দুস সাত্তার,মুহিবুল হক,নুরুল ইসলাম, ফয়ছল আহমেদ, বাকি বিল্লাহ, মুরাদ মিয়া,ওয়াছির আলী, আব্দুল মমিন, আব্দুস সালাম নোমান, আব্দুল কাইয়ুম, নজমুল হোসেন, লিকছন দাস,সুমন মিয়া,কদর আলী, হিফজুল বারী শিমুল, দেলোয়ার হোসেন নাজমুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন অফিস সহকারী ও দলিল লেখকদের অযথা হয়রানি হুমকিদাতাকে দৃষ্টান্তমুলক শান্তি না করা পর্যন্ত কলম বিরতি অব্যাহত থাকবে ।