ক্যালিপসো ব্যান্ড আগে জনপ্রিয় শিল্পীদের গান কভার করলেও কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাদের প্রথম গান ফেরারী । ফেরারী কথাটা শুনলেই কেন জানি আসামী আসামী একটা চিন্তা ধারা মনের মদ্ধে ঘুরপাক খায় ।তবে এই ফেরারী সেই ফেরারী না । এই ফেরারী গানের ফেরারী , ক্যালিপসো ব্যান্ড এর প্রথম গান ফেরারী যেন গান প্রিয় সকল শ্রোতার মুখে মুখে , শুধু মুখে মুখে বললে ভুল হবে ফেরারী গানের লিরিক্স এতটাই গভীর যে অন্তরে জায়গা করে নিতে বাধ্য ।
গানের কথা ও সুর করেছেন যথাক্রমে আরিফ ও তাশভিন , সঙ্গীত নিজাম ।ক্যালিপসো ব্যান্ড এর প্রথম গান ফেরারী তে কণ্ঠ দিয়েছেন ডিপ ও তাশভিন ।
উল্লেখ্য 7 অক্টোবর শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (ICCB) এক্সপো জোনে রক এন রিদম কনসার্ট এ পারফর্ম করে ব্যান্ড ক্যালিপসো।
ফেরারী গানের স্টুডিও ভার্সন