নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনা দুর্গাপুরে ৪ জুন মঙ্গলবার উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি মেম্বারদের নিয়ে এক অবহিতকরণ কোর্সের উদ্বোধন করা হয়।মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জান্নাতুল ফেরদৌস আরা।অবহিতকরণ কোর্সের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব নাসির উদ্দীন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজিব উল আহসান।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অফিসার মোঃ মাহবুবুর রহমান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম , সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওসি শিবিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা চেয়ারম্যান পারভীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার,দুর্গাপুর থানার ওসি, সহ আরও অনেকেই বক্তারা তাদের বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের বিচারিক ক্ষমতা, ক্ষমতার ধরন,ইত্যাদিসহ, জন্মনিবন্ধন সনদ, মৃত্যু সনদ,সহ পরিষদ কর্তৃক সনদের বেধতা যাচাই পুর্বক প্রদান করার কথা উল্লেখ করেন।