্স্টাফ রিপোর্টারঃ নওগাঁর নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক সেমিনার ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সাবরেজিস্টার ও দলিল লেখক সমিতির উদ্যোগে শনিবার সকালে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর সাবরেজিস্টার অফিসে এসে শেষ হয়। পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবরেজিস্টার পরিতোষ কুমার অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র দলিল লেখক নারায়ণ চন্দ্র, আজিজার রহমান, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ। সভা সঞ্চালনা করেন অফিস সহকারী শাহজামাল।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কর্ম ও স্বাধীন বাংলাদেশে তাঁর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।