জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পরবর্তী ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মে) রাজশাহীর গোদাগাড়ী সাফিনা পার্কে ঈদ পূর্নমিলনীর আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান শাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সেলিম রেজা রিপন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম , পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসার এফতে খায়রুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য সেলিম হোসেন, সহ-সভাপতি রুহুল আমিন শেখ, অর্থ-সম্পাদক জামিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য নাইম ইসলাম, জাকির হোসেন, রণজিৎ কুমার, তৈয়বুর রহমান, নাজমুল হক এবং সাংবাদিক পরিবারের সদস্যবৃন্দ প্রমূখ।
আলোচনায় বক্তারা প্রেসক্লাবের সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সকলে প্রীতি ভোজে অংশগ্রহণ করে।