সবুজ সাহা (বিশেষ প্রতিনিধি)ঃ ইলিশ মাছ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতিতে সোমবার ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে দুই মাসের জন্য সব ধরনের মাছধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহনের ওপরও নিষেধাজ্ঞা জারি করে। মাছ ধরা বন্ধ রাখার জন্য উপজেলার বিভিন্ন বাজার, মাছঘাট এলাকায় নানা ধরনের সচেতনতামূলক লিফলেট, পোস্টার ও মাইকিং করা হয়েছে।
উপজেলার মৎস্য বিভাগ জানাই নিষেধাজ্ঞাকালীন বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের আওতায় রামগতি উপজেলা ১৭ হাজার জেলেকে খাদ্য সহায়তা দেয়া হবে।
জাটকা রক্ষা ও ইলিশ মাছ বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সাল থেকে চাঁদপুরের ষাটনল হতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার নৌ-সীমাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এই অভয়াশ্রম এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে বলে জানান জেলা মৎস্য বিভাগ ।