গাজীপুরের বাঘের বাজার সিংড়াতলী এলাকায় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে অস্বচ্ছল ব্যাক্তি ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। গাজীপুর-৩ আসনের এমপি মোহাম্মদ ইকবাল হোসেন সবুজের পক্ষে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম উপস্থিত থেকে বাঘের বাজার এলাকার অস্বচ্ছল সাইফুল ইসলামের হাতে একটি রিক্সা ও কাজী মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে বস্ত্র (পায়জামা ও পাঞ্জাবি) বিতরণ করেন। পরে ওই মাদ্রাসা মাঠে দুটি ফলদ গাছ রোপণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগ নেতা সোলাইমান খান, মিলন মিয়া, শরীফ উদ্দিন, হাসান আলী ও স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
রিক্সা পেয়ে সাইফুল ইসলাম তার প্রতিক্রিয়ায় জানান,৫ সদস্যের পরিবার নিয়ে খুব কষ্টে দিনযাপন করেছি। শেখের বেটির জন্মদিন উপলক্ষ্যে রিক্সাটি পেয়ে আমি এখন পরিবার ও ছেলেমেয়ে নিয়ে স্বচ্ছলভাবে দিনযাপন করতে পারব।