রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান:- প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় এসকেএস ফাউণ্ডেশন আয়োজন করেছে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প।
পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন- এর সহায়তায় বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সরকারি ও বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
বুধবার (২৬ অক্টোবর) গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মেডিসিনবিষয়ক বিশেষ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ ইউনিয়নের ১৮০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে আগত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন গাইবান্ধা সদর হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেজ্ঞ ডা. মো. আনছার আলী এবং এসকেএস হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শিমুল।
এর পূর্বে গত ২৪ অক্টোবর ২০২২, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা বাজারে স্ত্রীরোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। স্ত্রীরোগ বিষয়ক এই স্বাস্থ্য ক্যাম্পে ২০৯ জন নারী বিশেষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. ওয়ারেছা জামান বিভা এবং ডা. মো. মাহমুদুল হাসান মামুন।