আবু ইউসুফ, সহ- বার্তা সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগতঃ
ক্রীড়া শক্তি, ক্রীড়া বল, মাদক ছেড়ে খেলতে চল-এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় সোনারগাঁও সোনালী অতীত বনাম সোনারগাঁও প্রেসক্লাব অংশ নেয়। টান-টান উত্তেজনায় খেলার দ্বিতীয়ার্ধে ১ গোল করে ১-০ গোলে জয়ী হয় সোনারগাঁও সোনালী অতীত। জয় সূচক গোলটি করেন সোনালী অতীতের খেলোয়াড় সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান।সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রীড়ানুরাগী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর আয়োজন ও ব্যবস্থাপনায় ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। খেলার উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, সোনারগাঁ মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান হামীম সিকদার শিপলু ও বৈদ্যরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার প্রমুখ।
সোনারগাঁও প্রেস ক্লাবে পক্ষে খেলায় অংশ নেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, সোনারগাঁ থানার ওসি(তদন্ত) সাইফুল ইসলামসহ ক্লাবের সদস্যবৃন্দ। এছাড়া সোনারগাঁ সোনালী অতীতে খেলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রীড়ানুরাগী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, ঢাকার শাহজাহানপুর থানার ওসি মোঃ মনির হোসেনসহ সোনারগাঁয়ের প্রবীণ ফুটবলারা।
অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে উপস্থিত অতিথিরা ক্রেস্ট বিতরণ করেন।