মোঃফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টারঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায়,দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে রমজান ঘিরে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চললেও এবার ঈদ উপহার বিতরণ করছে ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
বুধবার মিরপুরের কল্যানপুর গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শাহাদাত হোসেন লিটন এর আয়োজনে পাঁচ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার তুলে দেন নিখিল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন – বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন, ঠিক সেই ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবাসে।তাই তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ইফতার পার্টি না দিয়ে ইফতার সামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছেন।
এ সময় তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসহায়, খেটে খাওয়া মানুষের বিপদে-আপদে সব সময় পাশে থাকবো।