ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস,২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,পৌর মেয়র ফারুক হোসেন,হরিনাকুণ্ডু স্বাস্থ্য কর্মকর্তা ডা:জামিনুর রশিদ,কৃষি অফিসার হাফিজ হাসান,থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, জেলা সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল ইসলাম গেন্দা, সাবেক সাংগঠনিক কমান্ডার তাহাজউদ্দীন,ভায়না ইউনিয়ন নেতা মোশাররফ হোসেন,চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:কামাল হোসেন,কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু,সমাজ সেবা কর্মকর্তা শিউলী রানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা,প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। সভায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীও জাতীয় শিশু দিবস,২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় ভাবে পালনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।