গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধায় দলীয় কার্যালয়ে জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পালসহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, বিএনপি সরকার আমলে কৃষককে ধ্বংস করা হয়েছে। সার নিতে গিয়ে কৃষককে হত্যা করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। খাদ্য উৎপাদনে কৃষকদের অবদানে অবিস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশ আগামী ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হবে।