ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি শারমীন আরা: বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদক পেয়েছেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান।
দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদক পেয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান।
মঙ্গলবার বেলা ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত বার্ষিক পুলিশ কুচকাওয়াজ অনুষ্ঠানে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার আজিম-উল-আহসানকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক প্রদান করেন।
ওই অনুষ্ঠানে মোট ৪০০ পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহেরও উদ্বোধন করেন।
এই অর্জন জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন পুলিশ সুপার আজিম-উল-আহসান। তিনি সকল সহকর্মীসহ জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও এ বছর ঝিনাইদহ থেকে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহীন উদ্দিন ও বিপিএম-সেবা পদক পেয়েছেন
জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক খালিদ হাসান।