বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে সংবর্ধনা দিলো টাঙ্গাইল জিলার নাগরপুর উপজেলা প্রশাসন,
টাঙ্গাইলের নাগরপুরে উষ্ণ সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত হলেন কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম,
নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের মাও. আব্দুর রহমানের ছেলে এই বিশ্বজয়ী হাফেজ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে
ইউএনও ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি এবং বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ আলী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির ও নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন,বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমের গর্বিত পিতা মাও.আব্দুল রহমান প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমের সম্মানে জেলা প্রশাসক ১ লক্ষ টাকা, টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার ১ লক্ষ টাকা ও উপজেলা প্রশাসানের পক্ষে ইউএনও ৫০ হাজার টাকা সম্মাননা প্রদান করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, হাফেজ সালেহ আহমদ তাকরিম ৪২ তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নাগরপুর-টাঙ্গাইল তথা পুরো বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। গত বুধবার ।২২ সেপ্টেম্বর। রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে হাফেজ তাকরিমের নাম ঘোষণা করা হয়।