সামসুর রহমান (শুভ) স্টাফ রিপোর্টারঃ
তজুমদ্দিন উপজেলার সাংবাদিক সাদির হোসেন রাহিম, ভোলা পাসপোর্ট অফিসে গেলে তাদের সহকারি পরিচালক সহ আরো বিভিন্ন অফিসার এবং দালালদের কিছু অনিয়ম তার চোখে দরা পরে,সাথে সাথে প্রতিবাদ করলে এক পর্যায়ে সাংবাদিক সাদির হোসেন রাহিমের সাথে তর্ক বিতর্কিত হয়, রাহিম সাথে সাথে ভোলার পুলিশ সুপার মহাদয়কে কে ঘটনাটি যানানো হলে তিনি ঘটনাটি কে আমলে নীয়ে,পাসপোর্ট অফিসের বড় দালাল অদ্য ০৯ মে ২০২২
মোঃ আঃ রহমান (৪৮)
পিতা-মৃত আলী হোসেন,
সাং-চর বাপ্তা, ০৯ নং ওয়ার্ড, বাপ্তা ইউনিয়ন, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা কে ভোলা সদর থানার পুলিশ দিয়ে গ্রেফতার করেন,
তজুমদ্দিনের সাংবাদিক সাদির হোসেন রাহিম কে জিঙ্গাসা করলে তিনি বলেন,এই পাসপোর্ট অফিসে দালাল দিয়ে কাজ করলে সময় লাগে ১০ মিনিট, আর যারা দালাল না ধরে নিজেরাই ভিতরে গীয়ে কাজ করতে যায়, তখন তাদের কে দাড়িয়ে থাকতে হয় লম্বা লাইন দীয়ে ঘন্টার পর ঘন্টা। সাংবাদিক রাহিম বলেন?
অত পাসপোর্ট অফিসটিতে দালালি ছাড়া কোন লোকেই পাওয়া যায় না।।
ভোলা পুলিশ সুপার মহাদয় বলেন?
তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ পাসপোর্ট সংক্রান্ত প্রতারণা, দালালী, নাগরিক হয়রানী এবং অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গিয়েছে। ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কনফেকশনারী দোকান ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন রকম প্রতারণামূলক কাজের সাথে জড়িত ছিল মর্মে জানা যায়।
তিনি আরো বলেন,?
তার বিরুদ্ধে কোন ব্যক্তির প্রতারণা বা অন্য কোন অভিযোগ থাকলে ভোলা সদর থানায় অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করা হইল।
এছাড়াও ভবিষ্যতে উক্ত প্রতারক কিংবা একই ধরনের প্রতারণার সাথে জড়িত কোন প্রতারকের দ্বারা কেউ যেন পাসপোর্ট সংক্রান্ত বা অন্য কোন বিষয়ে লেনদেন করতে ভোলাবাসীকে সতর্ক হতে অনুরোধ করেছেন পুলিশ সুপার, ভোলা জেলা।