মোঃ নুরুল ইসলাম,ভোলা জেলা প্রতিনিধি: ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ, লালমোহন উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামীলীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ঘোষণা দেওয়া ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম শেষে ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।সেই থেকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে। এমপি শাওন আরো বলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বহু লড়াই-সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা হয়েছে। দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
পরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার, প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।