আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০ টার সময় কালিগঞ্জ সামাদ স্মৃতি ফুটবল মাঠে ভারতে নুপুর শর্মা ও নবীন জান্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পীরে কামেল আল্লামা শাহ মো: আলহাজ্ব হযরত মাওলানা অজীহুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলায় ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুল হাই, মাওলানা অহিছূর রহমান, মাওলানা হামিদুর রহমান, মাওলানা আমিনুর রহমান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা শাহজাহান আলী, হাফেজ এমদাদ হোসেন, মুফতি সাজ্জাদুর রহমান, হাফেজ আকরাম হোসেন, হাফেজ আব্দুল্লাহ মাওলানা রহমত উল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আনসার আলী, মাওলানা সাইফুল সিদ্দিকী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আইনুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ, মাওলানা তাহিদুল ইসলাম, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, কারি মারুফ বিল্লাহ, প্রমুখ। বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন নবী ও ইসলাম সম্পর্কে কটূক্তিকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান, সেই সাথে দোষী ব্যক্তিদের ফাঁসির দাবি করেন।