মোঃমনিরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারপ:-টুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত জব্বার জোমাদ্দারের স্ত্রী মোসা.রেনু বেগম ও মো.তোফাজ্জেল হোসেনের বসতঘর ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বিধ্বস্ত হয়েছে। সোমবার ২৪ অক্টোবর রাত আনুমানিক ৯ টায় উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে অসহায় মোসা.রেনু বেগমের বসতঘরের উপর গাছ ভেঙে পরে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অসহায় মো.তোফাজ্জেল হোসেনের একমাত্র বসতঘর ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এবং উভয়ের বসতঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়,ঘূর্ণিঝড়ে তোফাজ্জেল হোসেনের বসতঘর একেবারে ভেঙেচুরে মাটির সাথে মিশে গেছে। মোসা.রেনু বেগমের বসতঘরের উপর বিশালাকার একটি নারিকেল গাছ উপড়ে পরে ঘরটি ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাদের মাথা গোঁজার মতো ঠাই নাই। ঝড়ে ক্ষতিগ্রস্ত মোসা.রেনু বেগম ও মো.তোফাজ্জেল হোসেন জানান,তাদের একমাত্র বসতঘর ঝড়ে বিধ্বস্ত হওয়ায় এখন মাথা গোঁজার মতো কোনো জায়গা নাই। তাদের এখন খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া উপায় নাই। ঝড়ে বিধ্বস্ত বসতঘর পুননির্মাণের জন্য সরকারের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন গরীব অসহায় এই পরিবার দুইটি। খবর পেয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঘটনাস্থল পরিদর্শন করেন।