মেলান্দহ পৌর সভা ২০২২-২৩ ইং অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা গত ২১জুন-২০২২ ইং মঙ্গলবার দুপুরে পৌর মিলনায়তন কক্ষে সম্মানিত পৌর মেয়র,পৌর নির্বাহী কর্মকর্তা, পৌর হিসাব রক্ষক(ভারপ্রাপ্ত),হিসাব সহকারী, পৌর প্রকৌশলী, পৌর প্রধান সহকারী,পৌর অন্যান্য কর্মকর্তা/কর্মচারী,প্যানেল মেয়র,সংরক্ষিত মহিলা কাউন্সিলর গণ ,সাধারণ
কাউন্সিলর গণ, সুধী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের অংশ গ্রহণের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পৌর প্রধান সহকারী আলমগীর হোসেনের পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত মধ্য দিয়ে ২০২২-২৩ ইং অর্থ বছরের পৌর বাজেট ঘোষণা করেন, পৌর সভা দু’বারের সফল মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন।উল্লেখিত চলতি ও আগামী অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভায় পৌর সভা মেয়র উপস্থিত বাজেট সভায় অংশ গ্রহণকারী সকলের সহযোগিতা কামনা করেন।এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ভূঞা, হিসাব রক্ষক(ভারপ্রাপ্ত)মাকসুদুর রহমান,প্রকৌশলী রফিকুল ইসলাম,হিসাব সহকারী রুবেল ইসলাম, প্যানেল মেয়র খায়রুল ইসলাম সহ সকল কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন।মেলান্দহ পৌর সভা-২০২২-২৩ ইং অর্থবছরের প্রস্তাবিত বাজেটে,সর্বমোট আয় -৩৬,৮১,৬০,৬৫২ টাকা, সর্বমোট ব্যয়-৩৫,৭২,১২,৬৭৪ টাকা ও স্থিতি রয়েছে -১,০৯,৪৭,৯৭৮ টাকা,।