শ্রীমঙ্গলে এক যুবক কে ২৫ কেজি গাঁজাসহ আটক করেছে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ইং, রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল শহরের আরামবাগ আ/এ, সংলগ্ন উকিল বাড়ী রোডস্থ আব্দুল ছামাদ পাভেল এর নিজ বাড়ি।
এ সময় আব্দুল ছামাদ পাভেল এর বাড়ি থেকে ২৫ কেজি গাঁজা সহ মোঃ আব্দুল সামাদ পাভেল (২২) কে আটক করা হয়।
মৌলভীবাজারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের সময় গাঁজাসহ তাকে শ্রীমঙ্গল থানায় প্রেরণ করেন এবং মাদক
নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার সূত্রে জানা গেছে উদ্ধারকৃত ২৫ কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা।
আরো জানা যায়, আসামির বিরুদ্ধে মাদক মামলা
নিয়ন্ত্রণ আইনে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।