মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুরে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্র প্রবাহিত হচ্ছে। শুক্রবার এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে বয়ে যাওয়ায় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। সূর্যের দেখা গেলেও তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে।
রংপুর আবহওয়া অফিস সূত্রে জানা গেছে, এবছর জানুয়ারি মাসে হাড় কাঁপুনি শীতে রংপুরের মানুষ কাহিল হয়ে পড়ে। জানুয়ারি অধিকাংশ সময়ই তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকলে তীব্র শীত অনুভূত হতে দেখা গেছে। হাতে গোনা দুই একদিন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রির নিচে। শুক্রবার আবহাওয়ার বিরুপ প্রভাব পড়তে শুরু করে। শুক্রবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কমে যাওয়ায় মানুষজন বেকায়দায় পড়েছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বেল হননি। রাস্তাঘাটের যানবাহন চলাচল কমে গেছে। এছাড়া শীতজনিত রোগবালাই বেড়েছে।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, চলতি মৌসুমে শুক্রবারের তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।