ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ
ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা পুন্যার্থীদের ঢল ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা পুন্যার্থীদের ঢল;
ময়মনসিংহ নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের থানাঘাট, কাচাঁরীঘাট, গুদারাঘাট,
বেগুনবাড়ী ঘাট, কালিবাড়ী ঘাট ও কালিরবাজার (ফাতেমানগর) এলাকাসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন ঘাটে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা পুন্যার্থীদের ঢল। প্রতি বছরই এই পুরনো ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়।
পাপমোচনের আশায় হাজার হাজার পুণ্যার্থীরা পালন করে পূজাঁ পার্বন ও বিভিন্ন ধর্মীয় আচাঁর
অনুষ্ঠান। ঠাকুর, পুরুহিতরা এই আচাঁর অনুষ্ঠান পালনে সহযোগিতা করেন। পুণ্যস্নানের পাশাপাশি পুণ্যার্থীরা দেশ ও দেশের সকল
জনগনের মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা করেন। ধর্মীয় বিশ্বাস আর অনুভ’তি থেকে প্রতি বছরেই পাপমোচনের জন্যে এখানে স্নান করতে আসেন পুন্যার্থীরা