বিভাগীয় প্রধান ,আরিফা সুলতানা ঃ
ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ড সংলগ্ন ভালুকা সরকারি গার্লস হাইস্কুলে আজ ২১মে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা খায়রুন নেছা আফসার নামে নতুন ৬তলা স্কুল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে বেলা ১১টায় ওই গার্লস হাইস্কুল মিলনায়তনে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাহান এন্টারপ্রাইজের পক্ষে মো. মুনজুরুল ইসলাম এক অনুষ্ঠানের আয়োজন করেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার সালমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সাধারণ সম্পাদক আলহাজ¦ এবিএম সিদ্দিক, যুবলীগ সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান খান রিপন, আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ শিক্ষক ۔ছাত্রীজন ভালুকা সরকারি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির ও সংগঠনের অন্যান্য নেতানেত্রীজন
পরে স্থানীয় সংসদ সদস্য আনুষ্ঠানিক ভাবে ওই ভবনের নামের ফলক উন্মোচন শেষে দোয়া করেন।