মোঃ শাহ সৈয়দ খাঁন
ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান:
অদ্য ইং ০১ নভেম্বর ২০২২খ্রিঃ তারিখে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ ইউনিট নিজস্ব স্থাপনায় ১ম বছর শেষে ২য় বছরে পদার্পন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার , সহকারি পুলিশ সুপার , ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন , গত ০১ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখে নিজস্ব জমিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ ইউনিটে নতুন পুলিশ লাইন্স ও পুলিশ সুপার এর কার্যালয় কার্যক্রম শুরু হয়। নতুন পুলিশ লাইনে যাত্রা শুরুর প্রাক্কালে অভ্যন্তরে দুইটি পুরুষ ব্যারাক, মেস ,নারী ব্যারাক বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, প্যারেড উপযোগী মাঠ প্রস্তুত করণ, নিজস্ব ব্যবস্থাপনায় মসজিদ, বিদ্যুৎ সংযোগ ,ওয়ারলেস টাওয়ার, পুলিশ লাইনের অভ্যন্তরে অস্ত্রাগার, সি-স্টোর, ডি-স্টোর, রেশন স্টোর, এমটি অফিস, আর আই অফিস, রিজার্ভ অফিস সহ পুলিশ সুপারের কার্যালয়ের সার্বিক অফিস ব্যবস্থাপনা (অফিসারদের কক্ষ, ইন্টেলিজেন্স এডমিন অপস্ অফিস, সভাকক্ষ,সম্মেলন কক্ষ)ও অফিসের প্রয়োজনীয় ফার্নিচারের ব্যবস্থা গ্রহণে পুলিশ সুপার ইউনিটের অফিসার ফোর্সদের নিয়ে বসবাস উপযোগী ও অফিস কার্যক্রম চালনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আজকের এই নিজস্ব স্থাপনায় দ্বিতীয় বছর পদার্পণে ইউনিটের সকল পর্যায়ের সদস্যদের কে তাকে সহযোগিতা করায় অন্তরের অন্তস্থল থেকে তিনি ধন্যবাদ জানান। পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশের সকল উধ্বর্তন কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া তিনি নিজস্ব স্থাপনায় ০১(এক) বছর পূর্তি উপলক্ষে ইউনিটের অফিসার ফোর্সদেরকে নিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও ইউনিটের উত্তরোত্তর সমৃদ্ধি উন্নয়ন ও বাংলাদেশ পুলিশের বিশেষায়িত পুলিশের ইউনিট হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ- ০৫ ময়মনসিংহ এলাকার শিল্প প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত সকল পর্যায়ের ব্যক্তিবর্গের প্রত্যাশা পূরণে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সভাশেষে ইউনিটের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় ও দুপুরে বড় খানার আয়োজন করা হয়।