স্টাফ রিপোর্টারঃ পরকীয়ার জন্য স্ত্রী আয়শা কে হত্যা করে স্বামী মাইনুদ্দিন
শুক্রবার সকালে রংপুরে পীরগাছায় খামার নয়াবাড়ি এলাকায় থেকে লাশ উদ্দার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়
প্রাথমিক তদন্তেয় পর রংপুরের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানিয়েছেন
ঠাকুরগাঁও সদর উপজেলায় মাইনুদ্দিন ২০ বছর আগে পীরগাছায় অন্নদানগর ইউনিয়নে বিয়ে করে সেখানে বাড়ী করে বসবাস করেন।তবে সম্প্রীত তার স্ত্রী আয়েশা পার্শ্ববর্তী গ্রামে এক বক্তির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।এ নিয়ে গ্রামে একাধিক বার সালিশ হয়।তার পর স্ত্রী এবং দুই সন্তান কে নিয়ে ঢাকা আসে স্বামী মাইনদ্দিন তবে ২৯মে ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন। আবার ও আয়েশ ওই ব্যাক্তির সাথে পরকীয়ায় জড়ায়
বৃহস্পতিবার ২জুন রাতে আবারও স্ত্রী আয়েশা ওই ব্যাক্তির সাথে মোবাইলে কথা বলার সময় হাতেনাতে ধরা পরে।ক্ষুব্ধ হয়ে স্বামী তাকে কুপিয়ে হত্যা করেন পরে শুক্রবার সকালে পীরগাছা থানায় গিয়ে আত্নসমপর্ন করেন।
আয়েশা এবং মাইনুদ্দিনের দুইটি সন্তান আছে।