শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে মাদক সম্রাট মুক্তার মোল্লা ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১২৮ বার পঠিত

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট থানাধীন ইউসুফপুর এলাকায় ইয়াবা ও ফেন্সিডিলসহ মুক্তার মোল্লা (৩৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

রবিবার (২২ মে) রাত সাড়ে ৮ টায় চারঘাট থানাধীন ইউসুফপুর বাজার থেকে তাকে আটক করে ইউসুফপুর বিওপি’র কম্পানি কমান্ডার নায়েব সুবেদার এবিএম মহিউদ্দিন ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার নিকট থেকে ১১০পিস ইয়াবা ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি ইউসুফপুর পশ্চিম পাড়া এলাকার মানিক মোল্লা ছেলে। সে একাধিক মাদক মামলার আসামী।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফপুর (বিওপির) কম্পানি কমান্ডার নায়েব সুবেদার এবিএম মহিউদ্দিন। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম মাদক কারবারি মুক্তার ইউসুফপুর বাজারে ইয়াবা ও ফেন্সিডিল নিয়ে কাস্টমারের নিকট বিক্রির জন্য অবস্থান করছে বলে আমাদের কাছে তথ্য আসে। এমন তথ্যের ভিত্তিতে ইউসুফপুর বিওপি’র ক্যাম্পের বিশেষ টহলদল নিয়ে দ্রুত ওই এলাকায় গিয়ে কৌশলে অবস্থান করি। এ সময় তার দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991