পারভেজ মোশারফ, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পৌর বানিজ্য মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোজ (২৮ মে) রবিবার বিকাল ৫ ঘটিকায় রায়পুরা পৌরসভা মাঠ প্রাঙ্গণে পৌর বানিজ্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রায়পুরা পৌরসভা বানিজ্য মেলা শুভ উদ্বোধনের সভাপতিত্বে রায়পুরা পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র মোঃ নাহিদ সরকার এর সঞ্চালনায় ও পৌর বানিজ্য মেলার আয়োজক কমিটির আহ্বায়ক মেহেদী মোল্লাসহ কাজী ট্রেডার্স এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট তত্ত্বাবধানে পৌর বানিজ্য মেলা শুভ উদ্বোধন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৫ আসনে ছয় ছয়বারের সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য গণমানুষের নেতা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, নরসিংদী জেলার আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন।
রায়পুরা পৌর বানিজ্য মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুরা আ’লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট ইউনুছ আলী ভূইয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহাম্মেদ পার্থ, উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার, অলিপুরা ইউপি চেয়ারম্যান আলামিন ভূইয়া মাসুদ, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক আলী, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি, চান্দের কান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন রাতুল, পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল হাসান তুহিনসহ আ’লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, তদন্ত (ওসি)মীর মাহবুব, রায়পুরা পৌরসভা সকল কাউন্সিলরবৃন্দ।
এছাড়াও রায়পুরা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন।