শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত বাড়িতে আগুন

পারভেজ মোশারফ, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৬০ বার পঠিত

নরসিংদী রায়পুরা পৌর এলাকায় জমি নিয়ে বিরোধে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে বসত ঘর পুরানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১.৪০ মিনিটে রায়পুরা পৌর এলাকার হাসিমপুর গ্রামের রিপন সূত্রধর (৩১) বসত বাড়িতে এ ঘটনা ঘটে। সে হাসিমপুর গ্রামের মৃত হরিপদ সূত্রধরের ছেলে। এঘটনায় রায়পুরা পৌর এলাকার হাসিমপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা প্রভাত সূত্রধরের ছেলে ১।পবিত্র সূত্রধর (৫০), ২। স্বপন সূত্রধর (৪০), ৩। কাজল সূত্রধর (৪৫), ৪। পল্টু সূত্রধরসহ (৩৮) ৪ জনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, জমিজমা নিয়ে বিরোধ থাকায় দীর্ঘদিন ধরে পবিত্র সূত্রধরের বংশধররা রিপন সূত্রধরকে সায়েস্তা করার চেষ্টা করছিল। তারা পরিকল্পনা করে এই বাড়িতে আগুন লাগিয়েছে বলে জানান। রিপন সূত্রধর বসত বাড়িতে কেরোসিন ছিটিয়ে আগুন লাগানোর ভিডিও ফুটেজ পাওয়া যায়। রিপন সূত্রধর বলেন, পবিত্র সূত্রধরের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বহুদিন যাবত মামলা মোকদ্দমা চলতেছে। আর এই জমির রায় আমাদের পক্ষে আসলে তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হন। এবং তারা প্রকাশ্যে পেট্রোল দিয়ে আমার পরিবারসহ আগুন দিয়ে পুরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছেন। দিবাগত রাত ১.৪০ মিনিটে দিকে দা, শাবল, ছুরি, কেরোসিন নিয়ে আমার বসতবাড়িতে ডুকে প্রকাশ্যে কেরোসিন ছিটিয়ে আমার পাশের দুচালা ঘরে আগুন লাগিয়ে চলে যান। পরে পরিবারের সবাইর চিৎকার শুনে এলাকাবাসী সহযোগিতায় আগুন নেভানো হয়। তিনি আরোও বলেন, এ ধরনের কর্মকান্ডে আমি ও আমার পরিবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়াসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আর এ ধরনের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান আইন প্রশাসনের কাছে। এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক ইমরান হোসেন জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991