স্পেশাল করেসপন্ডেন্টঃ লক্ষ্মীপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম এর আওতায় “হিন্দু আইন ও পূজা পদ্ধতি ” বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার (২০ মার্চ) সকাল ১০.৩০টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শাঁখাড়ীপাড়া শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমে ৩টি বিষয়ে ৯ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী উত্তম কুমার শর্মার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এডঃ জহর লাল ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলার সভাপতি এডঃ রতন লাল ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, লক্ষ্মীপুর জেলা ব্রাহ্মণ সমিতির সভাপতি এডঃ শ্যামল কান্তি চক্রবর্তী, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম লক্ষ্মীপুর জেলার সহকারী প্রকল্প পরিচালক এস. এম. জাকির উল আলম এবং উক্ত কার্যক্রমের আঞ্চলিক কুমিল্লা অফিসের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) রুবেল চন্দ্র শীল প্রমুখ।
জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) পরিমল মন্ডল জানান, ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিতদেরকে “হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা” বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও নেতৃত্বদানে অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে প্রশিক্ষণের মূললক্ষ্য। এ প্রশিক্ষণে প্রথম পর্যায়ে এ জেলার ২৫ জন পুরোহিত অংশগ্রহণ করে।