লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসরবাদ লালমোহন উত্তর বাজার বাইতুল রেদওয়ান জামে মসজিদের সামনে এ ইফতার মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তফা মিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আলী আহমেদ (বিএ), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্ববায়ক মঞ্জু তালুকদার, আনম শাহ জামাল দুলাল প্রমূখ। এ সময় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান।